শুক্রবার ১২ সেপ্টেম্বর, ২০২৫

নবীনগর পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি ঘোষণা

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Nabinagar Municipality Shaheed Zia Memorial Assembly Convening Committee Announced
নবীনগর পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক কমিটি ঘোষণা/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজীবন স্মৃতি সংরক্ষনের স্লোগানে এতে আহবায়ক হিসেবে মো. রোকন উদ্দিন খান ও সদস্য সচিব হিসেবে মো. মোস্তাফিজুর রহমান ইমনের নাম ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট স্বাক্ষরিত আহবায়ক কমিটিটিকে অনুমোদন করা হয়েছে।

এতে অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হক তুষার, ডা: বাছির মিয়া, মো. মহিউদ্দিন আহমেদ, ডা: হোসেন সোহেল, লিটন সরকার, বিল্লাল মিয়া, মো. খসরু আলম, মো. কবির আহমেদ, আশিক চৌধুরী, সদস্য মো. সজিব খান, মো. রাজ্জাক মিয়া, মো. সামসু সওদাগর, মো. আক্তার হোসেন, মো. ইয়ার হোসেন, মো. আশিকুর রহমান, মো. বাচ্চু মিয়া, এইচ ডি হাসান, মো. কাউসার মিয়া, মো. রাশেদুল হক।

নব গঠিত নবীনগর পৌর শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা জানান, শহীদ জিয়ার স্মৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন।

আরও পড়ুন