শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

নবীনগরে রাজিব ভূইয়ার নেতৃত্বে বিএনপির ধানের শীষের অফিস উদ্বোধন

নবীনগরে রাজিব ভূইয়ার নেতৃত্বে বিএনপির ধানের শীষের অফিস উদ্বোধন
নবীনগরে রাজিব ভূইয়ার নেতৃত্বে বিএনপির ধানের শীষের অফিস উদ্বোধন/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মার্কেটে এমপি পদ প্রার্থী আবু হাসনাত আলম ভূঁইয়া রাজিবের নেতৃত্বে বিএনপির ধানের শীষের অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ৬.৩০ মিনিটে এ অফিসটি উদ্বোধন করা হয়।

সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও নবীনগর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত আলম ভূঁইয়া ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান ভিপি টিটু।

এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. ইস্রাফিল হোসেন, উপজেলা বিএনপির স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক মহসিন, নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি আহাদ মেম্বার, কাইতলা দক্ষিণ ইউনিয়নের নজরুল ইসলাম সহ অন্যান্যরা।

আরও পড়ুন