জানুয়ারি ৮, ২০২৫

বুধবার ৮ জানুয়ারি, ২০২৫

নববর্ষ উদযাপনকালে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নববর্ষ উদযাপনকালে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
নববর্ষ উদযাপনকালে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে থার্টিফার্স্ট নাইট উদযাপন করার সময় তিন তলা ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নাটোরের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার বাসিন্দা ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ইসতিয়াকের বাবা ইকবাল হোসেন বাবু জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে ইসতিয়াক তার বন্ধু অনির বাসায় যায়। অনির বাসার ৩ তলায় বন্ধুরা মিলে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। এসময় পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে ইসতিয়াকের পা পিছলে নিচে পড়ে যায়।

ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।