সোমবার ১১ আগস্ট, ২০২৫

নতুন ১০০ টাকার নোট: জেনে নিন আসল-নকল চেনার উপায়

রাইজিং ডেস্ক

RisingCumilla - BANGLADESH 100 TAKA NEW NOTE
১০০ টাকার নতুন নোটের প্রতিকৃতি | ছবি: বাংলাদেশ ব্যাংকের সৌজন্যে

আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট। নোটটির নিরাপত্তা নিশ্চিত করতে এতে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসব বৈশিষ্ট্য জানা থাকলে সহজে আসল-নকলের পার্থক্য বোঝা যাবে।

নতুন ১০০ টাকার নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশা ও সিরিজের আওতায় আনা হয়েছে। এই সিরিজের অধীনে আরও আসবে ৫০০, ২০০, ১০, ৫ এবং ২ টাকার নতুন নোট। বর্তমানে ১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলিত রয়েছে।

১০০ টাকার নতুন নোটে যে বিশেষত্বগুলো থাকছে:

রঙ পরিবর্তনশীল ১০০: নোটের সামনের অংশের ডান কোণে থাকা ‘১০০’ লেখাটি রঙ পরিবর্তনশীল। নোটটি নাড়াচাড়া করলে এর রঙ সোনালি থেকে সবুজ হয়ে যাবে।

বিশেষ নিরাপত্তা সুতা: নোটের সামনের বাম পাশে লাল ও উজ্জ্বল রূপালি রঙের নিরাপত্তা সুতা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে সুতার রঙ লাল থেকে সবুজ হবে।

অসমতল বৃত্ত: নতুন ১০০ টাকার নোটে তিনটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে।

অদৃশ্য ১০০: গভর্নরের স্বাক্ষরের ডান পাশে একটি অদৃশ্য ‘১০০’ লেখা আছে, যা কেবল আলোর বিপরীতে ধরলে দেখা যাবে।

নকশা: নোটের সামনের অংশে বাম পাশে রয়েছে ষাট গম্বুজ মসজিদের ছবি, মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা। পেছনের অংশে রয়েছে সুন্দরবনের ছবি।

জলছাপ: নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ দেখতে পাওয়া যাবে।

এই নতুন নোটটি বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক নুরুন্নাহারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন