
অবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য এল দারুণ সুখবর। জনপ্রিয় এই ধারাবাহিক নাটকের নতুন সিজন নিয়ে মুখ খুললেন নির্মাতা কাজল আরেফিন অমি। দীর্ঘ দুই বছর পর আবারও ছোটপর্দায় ঝড় তুলতে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আনন্দের সংবাদটি নিশ্চিত করেছেন পরিচালক অমি নিজেই। নতুন সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’।’’
২০১৮ সালে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’ খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। একদল তারুণ্যনির্ভর ব্যাচেলর জীবনের নানা হাস্যরস ও বাস্তবতার চিত্রায়ন নাটকটিকে বিশেষ পরিচিতি এনে দেয়। কাবিলার রসিকতা, পাশার সরলতা, হাবুর দুষ্টুমি, শুভ্রর ভদ্রতা – এই চরিত্রগুলো যেন দর্শকের ঘরের মানুষ হয়ে ওঠে। তবে কিছু আপত্তিকর সংলাপের জন্য নাটকটি সমালোচিতও হয়েছে।
সর্বশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন। এরপর থেকেই দর্শককুল অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পঞ্চম সিজনের জন্য। মাঝে বেশ কয়েকবার নতুন সিজন নিয়ে গুঞ্জন শোনা গেলেও, অবশেষে নির্মাতা অমি নিজেই জানালেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দর্শকদের অপেক্ষার অবসান ঘটাবেন তিনি।
এই জনপ্রিয় ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল ও শিমুলসহ আরও অনেকে। নতুন সিজনেও এই পরিচিত মুখদের দেখা যাবে কিনা, তা জানতে এখন শুধু সময়ের অপেক্ষা।
তবে নির্মাতার এই ঘোষণা যে ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রেমীদের মনে নতুন করে উৎসাহের সঞ্চার করেছে, তা বলাই বাহুল্য।