মে ১০, ২০২৫

শনিবার ১০ মে, ২০২৫

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের

ছবি: প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানবন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ আবদুল কাইয়ুম চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত বক্তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং সকল নির্যাতিত নারীর সুবিচার নিশ্চিত করার দাবি তোলেন।

ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আছিয়াসহ সকল ধর্ষিতার ন্যায় বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে অরাজকতা সৃষ্টি হওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানাই আগামী ১৫ দিনের মধ্যে আছিয়ার ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজ পর্যন্ত কোনো ধর্ষণেরই সুষ্ঠু বিচার হয়নি, তাই অপরাধীরা নির্ভয়ে একই কাজ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছিয়ার দ্রুত বিচার চাই। শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।”

যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জানান, ‘আজকে আমরা এখানে মাগুরার ৮ বছর বয়সী ছোট্ট আছিয়ার ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন করেছি। যে বয়সে একটি শিশু খেলা নিয়ে ব্যস্ত থাকার কথা, আজকে সেই শিশুটি ঢাকা সিএমএইচে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে ক্যান্টনমেন্টের ভিতরে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার কারণে তিন সন্তানের জননীকে গনধর্ষন করা হয়েছে, কলেজছাত্রী মুনিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরকম হাজার হাজার ধর্ষনের ঘটনা রয়েছে যার একটির ও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পায়নি। বিগত ফ্যাসিস্ট সরকার বিচার ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করেছে যে, গুম, খুন, হত্যা, ধর্ষণের কোনো কার্যকর বিচার হয় নাই।’

তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে বলতে চাই, অতিদ্রুত আছিয়া সহ প্রতিটি ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশ্যে শাস্তির মাধ্যমে নিশ্চিত করা হোক। আজকের পর যেনো আবার কোনো মা বোনের ধর্ষনের বিচারের দাবিতে মানববন্ধন করতে না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করি।’

আরও পড়ুন