জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

দেশে বাড়ছে একক পরিবারের প্রবণতা

দেশে বাড়ছে একক পরিবারের প্রবণতা
দেশে বাড়ছে একক পরিবারের প্রবণতা। ছবি: সংগৃহীত

গত দুই দশকে নগরায়নের ফলে বাংলাদেশের পরিবার ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। শহর ও পল্লী এলাকায় একক পরিবারের প্রবণতা বাড়ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘খানার আয়-ব্যয় জরিপ ২০২২’ এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।

জরিপের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে দেশে খানার গড় আকার ছিল ৪ দশমিক ৩০ জন। ২০২২ সাল পর্যন্ত তা দাঁড়ায় ৪ দশমিক ২৬ জনে। তবে পল্লী পরিবারে গড় আকার ৪ দশমিক ৩০ জন এবং শহরে ৪ দশমিক ১৮ জন। অর্থ্যাৎ পল্লী এলাকা থেকে শহরে একক পরিবার গঠনের প্রবণতা বেশি।

সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়ন ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন ছিল। এ ১০ সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।