ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

দেশে নতুন করে করোনা শনাক্ত ২৬ জনের

26 people have been newly diagnosed with corona virus in the country
দেশে নতুন করে করোনা শনাক্ত ২৬ জনের। ছবি: সংগৃহীত

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত বেড়ে ২০ লাখ ৪৫ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৬ জনেই অপরিবর্তিত।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ ও ১ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ২৬৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।