জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

দেশের ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

দেশের ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দেশের ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার সন্ধ্যায় কক্সবাজার-মায়ানমার উপকূল অতিক্রম করেছে এবং উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার সকালে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত ও গুরুত্বহীন হয়ে পড়বে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়াও, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার থাকবে।