মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

দেশজুড়ে হরতালের পর বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক

blockade
অবরোধ। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শেষে আগামী ২২ এবং ২৩শে নভেম্বর সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।

এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।

উল্লেখ্য, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয়েছে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায়।

আরও পড়ুন