জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে গেল ৩২২৫ কেজি ইলিশ

3225 kg of hilsa went to India on the occasion of Durga Puja
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে গেল ৩২২৫ কেজি ইলিশ। ছবি: রাইজিং কুমিল্লা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে ভারতে ৩৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গেছে তিন হাজার ২২৫ কেজি ইলিশ।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৩টি পিকাপভ্যানে করে এ সব মাছ রপ্তানি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানান, মাছগুলো রপ্তানি করে ঢাকার যাত্রাবাড়ির রিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলেন মেসার্স প্রীতম এন্টারপ্রাইজ। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রপ্তানি করা হয়েছে।

সিএন্ডএফ এজেন্ট মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের মালিক মো. মনির হোসেন বাবুল বলেন, পূজা উপলক্ষে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই প্রেক্ষিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বংলাদেশ সরকার। তবে প্রতিবেশি দেশের সাথে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গত দুই দুর্গাপূজায় ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।