সোমবার ২৯ সেপ্টেম্বর, ২০২৫

দুর্গাপূজার শুভেচ্ছার পাশাপাশি মণ্ডপে বৈধ বিদ্যুৎ ব্যবহারে অনুরোধ জানাল কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Comilla Palli Bidyut Samity-2
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২/ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সকল পূজা মণ্ডপের দায়িত্বশীল সভাপতি এবং সেক্রেটারীসহ অন্যান্য ব্যক্তিগণকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কুমিল্লা-২)। একই সাথে বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কুমিল্লা-২) জানিয়েছে, পূজা চলাকালীন সময়ে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:

১) বিজয়পুর এবং বারপারা- ০১৭৬৯৪০১০২৫, ০১৭৬৯৪০৪০১৭

২) পিপুলিয়া- ০১৭৬৯৪০৭৬৭৩

৩) যশপুর- ০১৭৬৯৪০৩১৩৭

৪) গলিয়ারা- ০১৭৬৯৪০১০২৮

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ আরও জানায়, দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ রইল যে, পূজা চলাকালীন সময়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার না করে নিকটস্থ মিটার হতে ব্রেকার/ফিউজ-কাট-আউট/মেইন সুইচের মাধ্যমে নিরাপত্তা সহিত বিদ্যুৎ ব্যবহার করা হোক।

গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) বিজয়পুর এলাকায় কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনের সময় অত্যন্ত উদ্বেগের সাথে দেখা যায় যে, কিছু মণ্ডপে মিটারের সোর্স প্রান্ত হতে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হচ্ছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ এবং এর ফলে গুরুতর দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়াও, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

মণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন মেনে চলতে, পূজা মণ্ডপ সমূহে নিরাপদ এবং বৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।

আরও পড়ুন