দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিদেশে শাখা ক্যাম্পাস খোলার অনুমতি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়টিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্যাম্পাস পরিচালনার বিষয়ে অনাপত্তি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ দুবাইয়ে শাখা ক্যাম্পাস খোলার ক্ষেত্রে তাদের আর কোনো বাধা নেই।
দুবাইয়ে শাখা ক্যাম্পাস খোলার অনুমতি চেয়ে গত ২৩ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রস্তাব পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পর্যালোচনা শেষে প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার অনাপত্তিপত্র জারি করে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস দুবাইয়ে পরিচালনার বিষয়ে শর্তসাপেক্ষে নির্দেশক্রমে অনাপত্তি দেওয়া হয়েছে। শর্তের হিসাবে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বিশ্ববিদ্যালয়ের তহবিল বা এর কোনো অংশ দেশের বাইরে পাঠাতে হলে আবশ্যিকভাবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতি নিতে হবে। সরকারের এ-সংক্রান্ত আর্থিকসহ অন্যান্য বিধিবিধান অনুসরণ করতে হবে। এ ছাড়া দুবাই শাখা ক্যাম্পাসের কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয় ও ইউজিসিতে দাখিল করতে হবে।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ গনমাধ্যমকে বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটি ইউজিসির কাছে দুবাই শাখা খোলার অনুমতি চেয়েছিল। আইনগত বিষয় থাকায় আমরা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি। তারা অনাপত্তি দিয়ে থাকলে ক্যাম্পাস পরিচালনায় বাধা থাকবে না। শর্তগুলো পালন করতে হবে।