
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দশম আসরে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। চমক হিসেবে কুমিল্লার হয়ে খেলতে মাঠে নামতে পারে ইংলিশ তারকা উইল জ্যাকস।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
খুলনা টাইগার্সঃ আনামুল হক (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, দাসুন শানাকা, মহম্মদ নওয়াজ, নাহিদুল ইসলাম, ফাহিম আশরফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ, এভিন লুইস, মুকিদুল ইসলাম, রুবেল হোসেন, আকবর আলী, হাবিবুর রহমান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তৌহিদ হৃদয়, রায়মন রেইফার, খুশদিল শাহ, আমির জামাল, জাকির আলী, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মুস্তাফিজ রহমান, ইমরুল কায়েস, রাহকিম কর্নওয়াল, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসিম শাহ, ম্যাথু ফোর্ড, মুস্ফিক হাসান, জামান খান, আনামুল হক জুনিয়র।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।