বুধবার ২৭ আগস্ট, ২০২৫

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন প্রীতি জিনতা!

বিনোদন ডেস্ক

Preity Zinta
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, তিনি আমির খান প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় অভিনয় করবেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন সানি দেওল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৪ জানুয়ারি মুম্বাইয়ের একটি স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতিকে। মূলত, ‘লাহোর ১৯৪৭’ সিনেমার জন্য লুক টেস্ট দিতেই এই স্টুডিওতে গিয়েছিলেন তিনি।

‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি নির্মাণ করবেন রাজকুমার সন্তোষী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হবে এর শুটিং। বর্তমানে সিনেমাটির জন্য মুম্বাইয়ে সেট নির্মাণের কাজ চলছে।

যদিও এখন পর্যন্ত সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা বক্তব্য দেননি প্রীতি। তবে, তার স্টুডিও থেকে বের হওয়ার ছবি এবং লুক টেস্ট দেওয়ার খবর প্রায় নিশ্চিত করে যে তিনি এই সিনেমায় অভিনয় করবেন।

আরও পড়ুন