জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

দীর্ঘদিনের বান্ধবীর সাথে বাগদান সারলেন আরমান মালিক

Armaan Malik got engaged to his longtime girlfriend
দীর্ঘদিনের বান্ধবীর সাথে বাগদান সারলেন আরমান মালিক। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফের সঙ্গে বাগদান সেরেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়া বাগদানের মুহূর্ত শেয়ার করেন।

আশনাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিন আরমান মালিক। এবং প্রেমিকার অনামিকায় পরিয়ে দেন বিয়ের আংটি। ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে ক্যাপশনে আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’

একই ছবি আশনা শ্রফ তার ইনস্টাতে শেয়ার করে লেখেন, ‘তোমার বিশ্বাসের লাফ আমাকে তোমার ওপর ভরসা করতে সাহায্য করেছে।’ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে এই জুটির নতুন পথচলায় শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

আরমান যেমন সংগীতে জনপ্রিয় তেমনি ফ্যাশন দুনিয়ায় গত এক দশকেরও বেশি সময় ধরে সুনাম ধরে রেখেছেন আশনা।গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন আরমান-আশনা।এইবার বাগদান ও সেরেফেলছে।