জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

দাউদকান্দির রায়পুরে যাত্রীবাহী বাস খাদে, ৩০ জন আহত

দাউদকান্দির রায়পুরে যাত্রীবাহী বাস খাদে, ৩০ জন আহত
দাউদকান্দির রায়পুরে যাত্রীবাহী বাস খাদে, ৩০ জন আহত। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে শুক্রবার রাত সন্ধ্যা ৭টার দিকে যাত্রীবাহী মিয়ামী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৮ ডিসেম্বর) রাত ৭টার দিকে কুমিল্লার দাউদকান্দি রায়পুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মিয়ামী পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে।

এতে বাসের ৩০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে, বাস খাদে পড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হওয়ায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।