রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

থামছেই না প্রকোপ, ৭০ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্ত

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Dengue
একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩ জন/প্রতীকি ছবি/কোলাজ রাইজিং কুমিল্লা

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এর ফলে চলতি বছর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এটি বর্তমান ডেঙ্গু পরিস্থিতির একটি উদ্বেগজনক দিক।

তবে, একটি স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

শনিবার (১ নভেম্বর) এই তথ্যগুলো নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের বিভাগভিত্তিক পরিসংখ্যান নিম্নরূপ:

বরিশাল বিভাগে: ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে: ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে: ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে: ১১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২২ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত এক দিনে সারা দেশে ৬৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৬৭ হাজার ৪৫৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে সুস্থ হয়েছেন।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৭৮ জনের। তুলনামূলক চিত্র দিতে বিজ্ঞপ্তিতে গত বছরের ডেঙ্গু পরিস্থিতির তথ্যও তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন।

আরও পড়ুন