এক শিক্ষার্থী পুলিশের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেরোবিসহ রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দশ হাজার শিক্ষার্থী অবস্থান করছে। সোমবার (১৬ জুলাই) দুপুর ১ টা থেকে এ সংঘর্ষ চলমান রয়েছে। এতে সাংবাদিক সহ প্রায় তিন শতাধিক আহত হয়েছে।
আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ে এক নং গেট তালা ভেঙ্গে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর এবং জাতির পিতা বঙ্গবন্ধু হলে আগুন দেয়। এ সময় সভাপতি পোমেল বড়ুয়ার প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেলে আগুনে পুড়ে যায়। পরে সে আগুন আশেপাশে কয়েকটি রুমেও ছড়িয়ে পড়ে।
জানা যায়, নিহত শিক্ষার্থীকে ক্যাম্পাসে এনে বিক্ষোভ সমাবেশ করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই জন্য একে একে জড় হচ্ছে শিক্ষার্থীরা।