মে ১০, ২০২৫

শনিবার ১০ মে, ২০২৫

তৃণমূল বিএনপির ২৩০ আসনে প্রার্থী ঘোষণা

Trinomul BNP announced candidates for 230 seats
ছবি: সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি আসনগুলোতে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনের তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ৷

তিনি বলেন, প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আমরা দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পরিবারের লোকজন, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের অগ্রাধিকার দিয়েছি। যারা সমাজের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

তৃণমূল বিএনপির মনোনয়ন পেলেন যারা

টাঙ্গাইল-১ জাকির হোসেন
টাঙ্গাইল-২ মাহাবুবুর রহমান খান
টাঙ্গাইল-৩ ইউজিন নক্রেক
টাঙ্গাইল-৪ শহিদুল ইসলাম
টাঙ্গাইল-৬ আব্দুর রাজ্জাক শাহজাদা
টাঙ্গাইল-৭ আব্দুর রহিম মিয়া
টাঙ্গাইল-৮ পারুল
কিশোরগঞ্জ-২ আহসানুল্লাহ
কিশোরগঞ্জ-৫ সোহরাব হোসেন

মানিকগঞ্জ-১ ইঞ্জিনিয়ার শেখ শাহিন রহমান
মানিকগঞ্জ-২ মো. জসিম উদ্দীন
মানিকগঞ্জ-৩ মোয়াজ্জেম হোসেন খান মজলিশ

মুন্সিগঞ্জ-১ অ্যাড. অন্তরা সেলিমা হুদা
মুন্সিগঞ্জ-২ জাহানুর রহমান সওদাগর
মুন্সিগঞ্জ-৩ আসওয়াত ইসলাম

ঢাকা-১ মফিদ খান
ঢাকা-২ সালাম মাহমুদ
ঢাকা-৩ মো. ইমান আলী ইমন
ঢাকা-৪ ড. খন্দকার এমদাদুল হক/ মো. রফিকুল ইসলাম
ঢাকা-৫ আব্দুল হামিদ হৃদয়
ঢাকা-৬ এসএম আনোয়ার হোসেন অপু/ কাজী সিরাজুল ইসলাম/ মো. জহিরুল ইসলাম
ঢাকা-৭ সৈয়দা নুরুন নাহার
ঢাকা-৮ এমএ ইউসূফ / আশরাফ আলী হাওলাদার
ঢাকা-৯ রুবিনা আক্তার রুবি/ কামাল হোসেন
ঢাকা-১০ শাহানুর রহমান
ঢাকা-১১ শেখ মোস্তাফিজুর রহমান
ঢাকা-১২ নাঈম হাসান
ঢাকা-১৩ এসএম আশরাফ
ঢাকা-১৪ নাজমুল ইসলাম
ঢাকা-১৫ অধ্যাপক এনায়েতুল ইসলাম
ঢাকা-১৬ এনায়েতুর আব্দুর রহিম
ঢাকা-১৭ শফিকুল বাশার
ঢাকা-১৮ ড. সিরাজুল ইসলাম/ মো. মফিজুর রহমান
ঢাকা-১৯ মাহবুবুল আলম
ঢাকা-২০ অধ্যক্ষ আব্দুল হাবিবগাজীপুর-১ চৌধুরী ইরাজ আহমেদ সিদ্দিকী/ আব্দুল জাব্বার সরদার

নারায়ণগঞ্জ-১ তৈমূর আলম খন্দকার
নারায়ণগঞ্জ-২ কে এম আবু হানিফ হৃদয়
নারায়ণগঞ্জ-৩ মো. চান মিয়া/ আফরোজা বেগম হ্যাপি
নারায়ণগঞ্জ-৪ অ্যাড. আলী হোসেন
নারায়ণগঞ্জ-৫ অ্যাড. আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া

পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন

তৃণমূল বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় থাকা সাবেক পাঁচ সংসদ সদস্য হলেন–ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ, মেহেরপুর-২ আসনে আবদুল গণি, লক্ষ্মীপুর-১ আসনের এম এ আউয়াল, মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন ও সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজা।

দলের চেয়ারম্যান তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ), নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা মুন্সিগঞ্জ-১, মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ দলটি তৃনমূল বিএনপির প্রতীকে নির্বাচনে যাচ্ছে। দলটির চেয়ারম্যান নাজিম উদ্দিন চট্টগ্রাম-৫ আসনে এবং সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ফেনী-৩ আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। দলটির নির্বাচন কমিশনের নিবন্ধন নেই।

‘প্রগতিশীল ইসলামী জোট’ নামে ১৫–দলীয় একটি রাজনৈতিক মোর্চা তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। এই জোটের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ এবং সদস্য সচিব নুরুল ইসলাম খান ময়মনসিংহ-২ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-৩ এ কোনও প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল বিএনপি। এ বিষয়ে তৈমুর আলম বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনে একজন প্রার্থী ছিলেন। কিন্তু তার ব্যাংক ঋণ থাকায় আমরা বিকল্প প্রার্থী খুঁজছি।’

কিছু আসনে তৃণমূল বিএনপি একাধিক প্রার্থী দিয়েছেন। এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, সামান্য কারণেও অনেকের প্রার্থিতা বাতিল হয়ে যায়। মনোনয়ন ফরম জমা ও প্রত্যাহারের মধ্যে বেশ কিছুটা সময় পাওয়া যায়। এর মধ্যে এলাকায় যাদের জনপ্রিয়তা বেশি থাকবে, তাদের দলীয় প্রতীক দেওয়া হবে।

নির্বাচনে অংশগ্রহণ করার যৌক্তিকতা তুলে ধরে তৈমুর আলম বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। কিন্তু সরকার গঠন তো ঠেকানো যায়নি। এবারও কেন সরকারকে ব্ল্যাংক চেক দেব? তাদের ঘুমিয়ে ঘুমিয়ে পাস করতে দেব না।’

আরও পড়ুন