সেপ্টেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ সেপ্টেম্বর, ২০২৪

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: সংগৃহীত

প্রায় এক সপ্তাহের তীব্র তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। রাজধানী ছাড়াও দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর পল্টন, গুলিস্তান, মালিবাগ, মুগদা, বাসাবো, রামপুরা, হাতিরঝিল ও বাড্ডাসহ বেশ কিছু এলাকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে স্বস্তি নেমে এসেছে রাজধানীবাসীর জীবনে।

এছাড়া শনিবার (২২ এপ্রিল) সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। ফলে টানা কয়েক দিন যে দাবদাহ বইছিল, তা শীতল হতে পারে। তবে, শুক্রবার খুলনা ও বরিশালসহ দেশের অর্ধেকের বেশি স্থানে দাবদাহ থাকতে পারে।