নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

তারেক রহমানের জন্মদিন আজ, উদযাপনে বারণ

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

আজ (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন। তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এ বছর নিজের জন্মদিন পালন না করতে দলের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নির্দেশনা ইতিবাচক হিসেবে দেখছে সবাই।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অযথা চাকচিক্য পছন্দ করেন না তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন চান তারেক রহমান।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনে দেশের মানুষের প্রত্যাশা বেড়েছে। এমন পরিস্থিতিতে নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস যেন সীমার বাইরে চলে না যায়।

ব্যারিস্টার কায়সার কামাল জাগো নিউজকে বলেন, জন্মদিনের নামে অপ্রয়োজনে খরচ করতে চান না তারেক রহমান। দলের কর্মীরা যেন এতে করে সীমাহীন উচ্ছ্বাসে না জড়ান, তাই এমন সিদ্ধান্ত। দৃষ্টিকটু বিষয় এড়িয়ে চলতেই জন্মদিন পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

ফ্যাসিবাদ পতনের পর দেশের রাজনীতিতে সুবাতাস বইছে দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জন্মদিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। তারেক রহমানের এমন সিদ্ধান্ত রাজনীতিতে সুবাতাস বইবে বলে মনে করেন নীতি-নির্ধারণী ফোরামের এই নেতা।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ডাক নাম পিনো। ১/১১ সরকারের সময় বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান ২০০৮ সালে লন্ডনে চলে যান। এরপর থেকে তিনি সপরিবারে সেখানেই বসবাস করছেন। জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে (এখন কারামুক্ত তিনি) তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।