জানুয়ারি ৭, ২০২৫

মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৫

তামিম ইকবাল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার!

Tamim Iqbal
বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল খান।—ফাইল চিত্র।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে। চলমান ভারত ওয়ানডে বিশ্বকাপে ধারাভাষ্য দেয়ার প্রস্তাব পেয়েছিলেন তামিম। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।

শুক্রবার (১০ নভেম্বর) একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজের ইচ্ছার কথা জানান টাইগার ওপেনার। সেখানে তামিম বলেন, “আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।”

উল্লেখ্য, স্ট্রাইকরেট নিয়ে ধারাবাহিক সমালোচনার পর ২০২১ সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম।