এখনকার সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে নাটক মানেই ভিউয়ের হিসাব। সে হিসাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা হাফ সেঞ্চুরি করেছেন। মেহজাবীন চৌধুরীর পর দ্বিতীয় নাট্যাভিনেত্রী হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি।
সোমবার (১০ জুলাই) নাগাদ তার অভিনীত ৫১টি নাটক কোটি ভিউয়ের ঘরে প্রবেশ করেছে। নিজের নতুন এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।
তানজিন তিশা বলেন, এটা আমার জন্য সত্যি অনেক আনন্দের যে এতগুলো কাজ অনেক দর্শক পর্যন্ত পৌঁছেছে এবং সেগুলো পছন্দ করেছে। আমি চেষ্টা করছি সবাইকে ভালো কাজ উপহার দেওয়ার জন্য। আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক রয়েছেন তাদের সাপোর্ট না পেলে হয়তো এটা কখনো সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সেইসঙ্গে ধন্যবাদ জানাতে চাই এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত সবাইকে।
তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় ভিউ একটা সংখ্যা মাত্র। একটা কাজ ভিউ হলো মানে কাজটা অনেক বেশি দর্শক দেখেছে। ভিউ আর মান
দুটো আলাদা বিষয়। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে তার মানে দর্শক পছন্দ করেছেন।
তবে কাজের ক্ষেত্রে আমি এখন মানটা সবার আগে দেখি। যেমন- এবার ঈদে মাত্র পাঁচটা কাজ করেছি, কাজগুলো দর্শক পছন্দও করেছেন। সংখ্যায় কম হলেও মানসম্পন্ন কাজটাই করতে চাই।
এবারের ঈদে ৫টি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। গল্প ও চরিত্রের ভিন্নতার কারণে সবগুলো নাটকই দারুণ দর্শক সাড়া পাচ্ছে বলে জানান এ অভিনেত্রী।