ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য গঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সন্তান হোসাইন আহমেদ সিজান। তিনি ঢাকা কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা কলেজ ছাত্রদলের এই কমিটির অনুমোদন দেয়। ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনকারী এবং কারাবরণ করা সাহসী নেতা হোসাইন আহমেদ সিজান এর আগে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় আন্দোলনে তার সাহসী ভূমিকা ও আনুগত্য তাকে ছাত্রদের মাঝে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। রাজপথে তার সাহসিকতা ও নেতৃত্বের কারণে তরুণ এই নেতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় হোসাইন আহমেদ সিজান বলেন, “পদ-পদবি একটি পরিচয় মাত্র। আমি কখনো নিজেকে নেতা মনে করিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে থেকেছি। দলের কঠিন সময়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে গেছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেকোনো গণতান্ত্রিক ও ন্যায্য দাবিতে ছাত্রদলের একজন কর্মী হিসেবে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত।”
সরাইলের এই সন্তানকে নতুন দায়িত্বে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তার নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্রদল আরও শক্তিশালী হবে বলে আশাবাদী দলের নেতারা।