বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

ঢাকার বাসা থেকে কুমিল্লার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Al Amin Hossain Raihan is a banned Chhatra League leader.
আল আমিন হোসেন রায়হান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা/

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের একটি বাসা থেকে আল আমিন হোসেন রায়হান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন হোসেন রায়হান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লার লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা মিকাইল চৌধুরী জানান, জানালার সঙ্গে যে উচ্চতায় রায়হানের মরদেহ ঝুলতে দেখা গেছে, তা দেখে তার মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যা। তিনি বলেন, “জানালায় তার লাশটি যে উচ্চতায় (হাঁটু ভাঙ্গা অবস্থায়) ঝুলছিল, তা দেখে মনে হয়েছে এটি আত্মহত্যা নয়। পা মাটিতে রেখে মানুষ আত্মহত্যা করে কীভাবে?”

একই ভবনের আরেক বাসিন্দা, যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন, জানান যে প্রতিদিন রায়হানের সঙ্গে তার কথা হতো এবং গত কয়েকদিন ধরে তাকে গভীরভাবে হতাশ দেখা যাচ্ছিল। তিনি বলেন, “আজ রাতে চেঁচামেচি শুনে নিচে নেমে দেখি পুলিশ এসেছে। পরে জানতে পারি ফ্ল্যাটে রায়হানের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, “রাত ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

আরও পড়ুন