বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫

ডিম স্যান্ডউইচ রেসিপি: সকালের নাস্তার জন্য আদর্শ

লাইফস্টাইল ডেস্ক

ডিম স্যান্ডউইচ রেসিপি: সকালের নাস্তার জন্য আদর্শ
ডিম স্যান্ডউইচ রেসিপি: সকালের নাস্তার জন্য আদর্শ। ছবি: সংগৃহীত

ডিম স্যান্ডউইচ একটি জনপ্রিয় জলখাবার এবং টিফিন আইটেম। এটি তৈরি করা সহজ এবং পুষ্টিকরও। ডিম স্যান্ডউইচ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল:

ডিম ১টি

মেহনিজ ২ চা চামচ

গোল মরিচ গুড়া ১ চা চামচ

পাউরুটি/ব্রেড স্লাইস ৪ পিস

টমেটো ১ টি

শসা ১ টি

লেটুস পাতা প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

সেদ্ধ ডিম,মেহনিজ,গোলমরিচ গুড়া, কাচা মরিচ কুচি মিলিয়ে স্যান্ডউইজ মিশ্রণ তৈরী করতে হবে।

তারপর পাউরুটির চারপাশের অংশ কেটে এই মিশ্রণ লাগাতে হবে। এর উপর অপর একটি বসিয়ে কোনাকুনি কেটে নিতে হবে।

এরপর লেটুস পাতা, টমেটো, শসা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন