জাতীয় পর্যায়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়ে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সরকারি দল এবং গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিরোধী দলের ভূমিকা পালন করেন। সরকারী দলের বিতর্কিত হলেন সাদিয়া আফরিন ( প্রধানমন্ত্রী), শাকিল আহমেদ সবুজ ( মন্ত্রী) ও আরাফাত হোসাইন ( সাংসদ)। এছাড়াও কুবি টিমের অন্যান্য সদস্যরা হলেন সাদিয়া আফিরন মোহনা ও এনায়েত হোসাইন।
আজ শনিবার (৯ মার্চ) সকাল ১১ টায় ঢাকার বিএফডিসিতে এ বিতর্ক সম্পন্ন হয়। এবার বিতর্কের বিষয় ছিল, ‘দূর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারি প্রচেষ্টার ঘাটতি নেই’।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও দুর্যোগ সচিব মোঃ কামরুল হাসান এনডিসি, স্টাট বাংলাদেশ নেটওয়ার্কের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান বক্তৃতা প্রদান করেন।
প্রতিযোগিতায় ড. এস এম মোর্শেদ, যোগাযোগ বিশেষজ্ঞ তানজিনা শারমিন, সাংবাদিক ড. শাকিলা জেসমিন, সাংবাদিক অনিমেষ কর, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শুরু থেকে বিতর্কের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের অর্জন খুব বেশি না হলেও অর্জনের ধারাবাহিকতা তৈরি হয়েছে।
অগ্রজ বিতার্কিকরা অনেক কাঠখড় পুড়িয়ে সংগঠন দাঁড় করিয়েছে, তাদের পরিশ্রমের ফলাফল এখন পাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করতে সিওইউডিএস সামনেও কাজ করে যাবে।’
উল্লেখ্য, প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি,ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।