সেপ্টেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪

ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছে কৃষকরা : শিক্ষামন্ত্রী

ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছে কৃষকরা : শিক্ষামন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, এখন আর সারের জন্য কৃষককে গুলি খেতে হয় না। তারাও আজ ডিজিটাল প্রযুক্তির সুফল পাচ্ছে। বিদ্যুৎ ও পানির জন্য আজ আর মানুষকে হাহাকার করতে হয় না।

বৃহস্পতিবার চাঁদপুর জেলার হাইমচরে কৃষকদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিনামূল্যে বীজ ও সার, বকনা বাছুর, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়।

বিএনপি-জামায়াত জোটের কথা উল্লেখ্য করে তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎতের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেন, বর্তমান সরকারের সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন হয়েছে। মানুষ তার সুফলভোগী হয়েছে। বিদ্যুৎ ও পানির জন্য জনসাধারণ আর কষ্ট পাচ্ছে না।  খবর – বাসস

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষামতায় এসেছিলেন তখন দেশে খাদ্য ঘাটতি ছিল ৪০ লাখ মেট্রিক টন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি সাধারণ মানুষের কথা ভাবেন বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। হাইমচরের জীবন যাত্রায় অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে উল্লেখ করে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।