ডিসেম্বর ১৪, ২০২৪

শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪

জোভান-ফারিণের ঈদ নাটক ‘সুইচ’

জোভান-ফারিণের ঈদ নাটক 'সুইচ’।
জোভান-ফারিণের ঈদ নাটক 'সুইচ’। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকে এ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। দু’জনই তাদের ক্যারিয়ারে দারুণ ব্যস্ত।

সম্পতি তারা জুটি বেঁধে একটি নাটকে কাজ করেছেন। নাটকটির নাম হচ্ছে সুইচ’। এই নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

রাফাত জানান, গল্পটি একেবারে সাদামাটা দুটো চরিত্রকে নিয়ে। হাসিব ও মেঘা। একই সড়কে বাসা। স্কুল, কলেজ পেরিয়ে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা।

দুজনের মধ্যে মনের মিল তো নেই-ই; বরং সারাক্ষণ তারা ঝগড়ায় মেতে থাকে। এভাবে চলতে চলতে একটা অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনা ঘটে দুজনার জীবনে।

সেটি বেশ রোমাঞ্চকর এবং মজারও বটে। আশা করছি নাটকটি দেখে যেমন মজা পাবেন দর্শকেরা, তেমনি রোমাঞ্চ অনুভব করবেন।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘সুইচ’ নাটকটি ঈদ আয়োজনে উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।