মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫

জেলের নাম বদলে হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Dhaka Central Jail, Keraniganj
ঢাকা কেন্দ্রীয় কারাগার/ছবি: সংগৃহীত

বাংলাদেশের কারাগারগুলোকে আধুনিকীকরণ ও সংশোধনমূলক কার্যক্রমের ওপর বেশি জোর দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এই তথ্য জানিয়েছেন।

এই নামকরণের প্রধান উদ্দেশ্য হলো কারাগারকে শুধু শাস্তির স্থান হিসেবে না দেখে এটিকে একটি সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। আইজি প্রিজন জানান, এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ নামে একটি নতুন আইনের খসড়াও চূড়ান্ত করা হয়েছে, যা এখন অনুমোদনের অপেক্ষায় আছে।

এছাড়াও, দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের চাপ কমাতে নতুন দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। প্রশাসনিক কাজের সমন্বয় বাড়ানোর জন্য ঢাকা বিভাগকে ভেঙে দুটি নতুন বিভাগ করা হয়েছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই উদ্যোগের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারকেন্দ্রিক সংশোধনের বিষয়টির ওপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি লেখেন, কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন