নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুজিববাদের চেতনার সমূলে উচ্ছেদ,ভারতের গোলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ, পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবে টিকিয়ে রাখতে প্রত্যক্ষ সাহায্যকারী, জঙ্গি নাটকের রূপকার প্রথম আলো, ডেইলি স্টার নিষিদ্ধ করা, বিতর্কিত উপদেষ্টা অপসারণের দাবি এবং শাপলা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বুধবার অসমাপ্ত জুলাই এর আয়োজনে কুমিল্লায় একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন হয়েছে৷

এতে মুজিববাদের চেতনা উচ্ছেদের দাবিতে বক্তব্য রাখেন সোশ্যাল এক্টিভিস্ট ইবনে ফাহাদ, প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে কথা বলেন সোশ্যাল এক্টিভিস্ট ফাহিম শাহরিয়ার, বিতর্কিত উপদেষ্টাদের ক্যাবিনেট থেকে অপসারণের দাবিতে কথা বলেন ছাত্র, সোশ্যাল এক্টিভিস্ট নেহাল মাহমুদ, জুলাই গণহত্যার বিচারের দাবিতে কথা বলেন ঢাবি শিক্ষার্থী সাইফুর রহমান রাফি, রক্তাক্ত শাপলা গণহত্যার বিচারের দাবিতে কথা বলেন মাওলানা মোহাম্মদ ইসহাক।

এতে বক্তারা ৯ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো নিম্নরুপ-

১। স্বৈরাচারের মদদপুষ্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।

২। অনতিবিলম্বে জুলাই গণহত্যার সুষ্ঠু বিচারকার্য শুরু করতে হবে। গণহত্যার সাথে জড়িত খুনি কর্মকর্তাদের বিচার করতে হবে।

৩। গণতদন্ত কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে এবং দোষী সাব্যস্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৪। বাকশালী মুজিববাদী চেতনা সমূলে উচ্ছেদ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং কোন নামে, কোন চেতনার নাম করেই যেন আওয়ামী লীগ ফিরে আসতে না পারে সেজন্য আইন জারি করতে হবে।

৫। সকল রাষ্ট্রীয় স্থাপনা ও কার্যালয় থেকে বাকশালপন্থী স্বৈরাচার শেখ মুজিবের নাম ও ছবি অপসারণ করতে হবে।

৬। তদন্ত কমিশন গঠন করে আওয়ামী লীগের আমলে সংঘটিত সকল জুলুম, বেইনসাফির সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।

৭। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন পালিয়ে যেতে দেওয়া হলো এবং এই কাজে কারা সাহায্য করল, তার সুষ্ঠু তদন্ত, জবাবদিহিতা এবং বিচার করতে হবে।

৮) মুজিবের আদর্শ ধারি বিতর্কিত উপদেষ্টা ফারুকী ও বশিরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে।

৯) প্রথম আলো, ডেইল স্টার সহ সকল ইসলামবিদ্বেষী, স্বৈরাচারের মদদ পুষ্ট মিডিয়া নিষিদ্ধ করতে হবে। ইতোপূর্বে তাদের স্বৈরাচারকে মদদ দেয়ার বিষয়ে সকল অভিযোগ আমলে এনে যথাযথ বিচারের আওতায় আনতে হবে।