
তাশাগ্রস্ত মানুষের সরলতার সুযোগ নিয়ে ‘জিনের বাদশা’ সেজে এবং ‘তান্ত্রিক মা ফাতেমার দরবার’-এর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার (২৫ মে) সকালে রাজধানীর ৬০ ফিট রোডে পিবিআই উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান এই চাঞ্চল্যকর তথ্য জানান।
তিনি জানান, তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার তদন্ত করতে গিয়ে এই বৃহৎ প্রতারক চক্রের সন্ধান মেলে। সুদূর ভোলা সদর থেকে চক্রের এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মূলত অসহায় এবং দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিদের টার্গেট করতো। কফিলের মন জয় করা, প্রেমে বশীকরণ, দাম্পত্য কলহ নিরসন, এমনকি গুপ্তধন পাইয়ে দেওয়ার মতো অলৌকিক প্রতিশ্রুতির মাধ্যমে তারা মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। পিবিআই আরও জানিয়েছে, এই চক্রের সকল সদস্য পুরুষ হওয়া সত্ত্বেও, তারা প্রতারণার কৌশল হিসেবে বিভিন্ন সময় নারীর কণ্ঠে কথা বলতো।
তিনি আরও জানান, প্রতারণার জাল বিস্তারের জন্য চক্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চটকদারি বিজ্ঞাপন প্রচার করতো। এই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে বহু মানুষ তাদের সর্বস্ব খুইয়েছেন।
পিবিআই এই চক্রের সাথে জড়িত অন্যদেরও খুঁজে বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।