
জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে কোন দুর্নীতি, সুদ, ঘুষ, গুম, খুন, রাহাজানি থাকবে না। জামায়াতে ইসলামি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তা মোড়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, জনগন চায় একটি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ সুন্দর সমাজ গঠন করবো ইনশাল্লাহ্। এতে মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ নাঈম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।
এসময় ইসলামি ব্যাংকের পরিচালক বদিউল আলম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল আলীমসহ জামায়াতে ইসলামির বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।