ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ, বেশি মৃত্যু মোটরসাইকেলে

Rising Cumilla - Road Accident
প্রতীকী ছবি/সংগৃহীত

সদ্য বিদায়ী জানুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ৬২১ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬০৮ জন নিহত হয়েছেন। একই সমে আহত হয়েছেন এক হাজার ১০০ জন। এরমধ্যে ৭২ জন নারী ও ৮৪ জন শিশু রয়েছে।

গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটির দাবি, ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছেন তারা।

রোড সেফটি ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৬৪ জন, যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। দুর্ঘটনায় ১৪৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ৫১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন, অর্থাৎ ১২ শতাংশ। একই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় ছয় জন নিহত, দুই জন আহত হয়েছেন। ২২টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং সাত জন আহত হয়েছেন বলেও জানানো হয় রোড সেফিটির প্রতিবেদনে।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যান:

মোটরসাইকেল চালক ও আরোহী ২৬৪ জন (৪৩.৪২ শতাংশ), বাসের যাত্রী ২৮ জন (৪.৬০ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন (৫.৫৯ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৯ জন (৩.১২ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯০ জন (১৪.৮০ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটম) ১৮ জন (২.৯৬ শতাংশ) এবং বাইসাইকেল-রিকশা আরোহী ১২ জন (১.৯৭ শতাংশ)।