ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

জাতীয় সংসদ নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা

Rising Cumilla - Muhammad Yunus
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দ্রুতই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে অন্তর্বর্তী প্রশাসন।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কত দ্রুত হবে, তা নির্ভর করছে গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর।’

প্রধান উপদেষ্টা নির্দিষ্ট তারিখ বা টাইমলাইন উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, অন্তর্বর্তী প্রশাসন ‘দ্রুত ঐকমত্য’ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে।

দেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ড. ইউনূস বলেন, যেকোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে। তার সরকারও আছে। আমরা আশা করছি যে, এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারব।

উল্লেখ্য, ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছে।