সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় সংসদের ৫০ বছর পূর্ণ

জাতীয় সংসদের ৫০ বছর পূর্ণ।
জাতীয় সংসদের ৫০ বছর পূর্ণ। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (৭ এপ্রিল) ৫০ বছর পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওস্থ তৎকালীন জাতীয় সংসদ ভবনে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম সংসদের নেতা। প্রথম দিকে সংসদ গঠনের মাধ্যমে দেশে সংসদীয় পদ্ধতির সরকারের যাত্রা শুরু হয়। তবে বছর দুয়েক পর রাষ্ট্রপতি পদ্ধতির শাসনব্যবস্থায় ফিরে যায় বাংলাদেশ। ১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের ৩০০ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি। অর্থাৎ, প্রথম জাতীয় সংসদে সদস্য সংখ্যা ছিল ৩১৫।

প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন বয়তুল্লাহ। পরে মুহম্মদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আবদুল মালেক উকিল স্পিকার নির্বাচিত হন।

বাংলাদেশ জাতীয় সংসদের অর্ধশত বছর পূর্তির দিনে আজ শুক্রবার বিকাল ৩টায় সংসদে স্মারক বক্তৃতা দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, জাতীয় সংসদের ৫০ বছর পূর্তিতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা উচিত। সংসদ হওয়া উচিত দেশের সব মানুষের আশা–আকাঙ্ক্ষার কেন্দ্র।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী আরও কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্পিকার বলেন, “৫০ বছরে সংসদের পথচলার অভিজ্ঞতা নিয়ে আমাদের অনেক জ্ঞান সঞ্চয় করতে হবে। অভিজ্ঞতার আলোকে অনেক কিছু দেখতে হবে। তার প্রতিফলন ঘটিয়ে সামনের দিকে যেতে হবে।”

এদিকে বিশেষ অধিবেশন উপলক্ষে পুরো সংসদ এলাকা এরই মধ্যে আলোকসজ্জা করা হয়েছে। আজ রাষ্ট্রপতির ভাষণ সরাসরি প্রত্যক্ষ করতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্টজনকে।