মে ১১, ২০২৫

রবিবার ১১ মে, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত

National University, Bangladesh
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে অবহিত করা হবে।

এতে আরও বলা হয়েছে, এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন