নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

জমে ‍উঠেছে কুমিল্লা সিটি উপনির্বাচন, পোস্টার ছেঁড়ার অভিযোগ

Cumilla City
পোস্টারে ছেয়ে গেছে নগরের গুরুত্বপূর্ণ-জনবহুল এলাকা। ছবি: রাইজিং কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ এক সপ্তাহ পরই অনুষ্ঠিত হবে। কুসিক মেয়র পদে উপনির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে –নগরীর গুরুত্বপূর্ণ-জনবহুল এলাকা।

সর্বশেষ রিপোর্ট পাওয়া অনুযায়ী,  গতকাল শনিবার (২ মার্চ) সকালে বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার নগরের কাশারিপট্টি ও গ্লোবাল কমিউনিটি সেন্টার এলাকায় গণসংযোগ করেন।

এদিকে বেলা ১১টায় টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক নগরের ছাত্তার খান, জমজম টাওয়ার, কান্দিরপাড় এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বিকেলে নগরের রাজাপাড়া এলাকায় উঠান বৈঠক, পদুয়ার বাজার ও পাথুরিয়া পাড়া এলাকায় প্রচারণা চালান।

অপরদিকে দুপুর ১২টায় নগরের ফৌজদারি মোড়, নিউমার্কেট ও কান্দিরপাড় জেনিসে প্রচারণা চালান ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন।

এছাড়া হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম সকাল নয়টায় নগরের রাজগঞ্জ বাজার এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। এরপর তিনি নগরের বিষ্ণুপুর, মুন্সেফ কোয়ার্টার, ভাটপাড়া, কাপ্তান বাজার, কমলাপুর, ধনাইতরি, দয়াপুর এলাকায় প্রচারণা চালান। প্রচারণায় চার মেয়র প্রার্থী নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চান।

পোস্টার ছেঁড়ার অভিযোগ্য

কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ডে বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার সূচনা ও ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিনের পোস্টারই বেশি। নগরের কান্দিরপাড়, নিউমার্কেট, পুবালী চত্বর, বাদুরতলা ডায়াবেটিক হাসপাতাল সড়ক, রাজগঞ্জ, চকবাজার, টমছমব্রিজ এলাকায় গেলে এই দুই প্রার্থীর পোস্টারই কেবল চোখে পড়ে। সেই তুলনায় পোস্টার কম দেখা গেছে মো. মনিরুল হক ও নূর উর রহমান মাহমুদ তানিমের।

এ বিষয়ে সাংবাদিকদের মনিরুল হক সাক্কু বলেন, আমার পোস্টার সরিয়ে ফেলা হচ্ছে। তবে পোস্টারে ভোট আইত না। মানুষ বিচার-বিবেচনা কইরা ভোট দিবে।

এ বিষয়ে সাংবাদিকদের নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, আমার পোস্টার বিভিন্ন এলাকা থেকে রাতের আঁধারে সরিয়ে ফেলা হয়। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন হবে। এতে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এ ছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। কুমিল্লা সিটিতে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেয়া হবে।