ফেব্রুয়ারি ৫, ২০২৫

বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে: হাসনাত আবদুল্লাহ

Rising Cumilla - Hasnat Abdullah
ছবি কোলাজ/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

বাংলাদেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই। এবার বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন।

হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই।

তিনি আরও লিখেছেন, কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে নয় হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।