
মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আবারও মাঠে নেমেছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন।
শনিবার (৩ মে ২০২৫) চৌদ্দগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, বিশেষ করে সিএনজি, অটোরিকশা ও থ্রি-হুইলার যানবাহনের উল্টো পথে চলাচল রোধে নেওয়া হয় কঠোর পদক্ষেপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানে নেতৃত্ব দেন এবং স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় ইউএনও আহ্বান জানান, “সিএনজি, অটো বা থ্রি-হুইলারে কেউ যেন উল্টো পথে না চলে এবং অন্যকেও যেন তা করতে না দেয় – এটিই হোক আমাদের সম্মিলিত প্রতিবাদ।
অভিযানে দেখা যায়, মহাসড়কে উল্টো পথে চলা সিএনজি ও অটোরিকশার বিরুদ্ধে জরিমানা ও সতর্কবার্তা প্রদান করা হয়। পাশাপাশি চালক ও যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ করা হয়।