নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

চিকেন জালি কাবাব সহজ রেসিপি

Chicken Jali Kabab recipe
চিকেন জালি কাবাব রেসিপি। ছবি: সংগৃহীত

চিকেন দিয়ে সকল আইটেম আমাদের সকলেই পছন্দ এবং কম সময় বানানোও যায়।।চিকেন জালি কাবাব সকলেই পছন্দ করেন। চলুন রেসিপিটি জেনে নেওয়া যাক–

উপকরণঃ

মুরগির মাংসের কিমা: ১ কাপ
পাউরুটি মাখা: ১ কাপ
বিস্কুটের গুঁড়ো: ১ কাপ
জায়ফল-জয়িত্রি গুঁড়ো: আধ চা চামচ
পেঁয়াজ কুচি: আধ কাপ
মরিচ কুচি: ২ চা চামচ
আদা বাটা: ১ চামচ
রসুন বাটা: ১ চামচ
ধনেপাতা কুচি: ৩ চামচ
লেবুর রস: ১ চামচ
টমেটো সস: ১ চামচ
টক দই: আধ কাপ
লবণ: স্বাদ মতো
গোলমরিচ গুঁড়ো: ১ চামচ
ডিম: ২ টি

প্রনালীঃ

১) মাংসের কিমা ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে নিতে হবে। পাউরুটি পানিতে ভিজিয়ে চটকে রাখতে হবে। পাউরুটি, কিমা ও সমস্ত মশলা ভাল করে মেখে কিছুক্ষণ রেখে দিন।

২) ছোট ছোট বলের আকারে নিয়ে চ্যাপ্টা করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন দু’পিঠে। বাটিতে ডিম ফেটিয়ে নিন। কাবাবগুলো ডিমের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভাজুন।

৩) আঁচ কমিয়ে ভাজতে হবে নয়তো বাইরে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। ভাজা হয়ে এলে চামচে করে আবার ডিমের গোলা ছড়িয়ে দিন ঠিক জালের মতো করে। কাবাবের উপরে জালের আস্তরণ থেকেই এই কাবাবের নাম হয়েছে জালি কাবাব। চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন জালি কাবাব!