নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

চিংড়ির কাবাব, ছুটির দিনে মজাদার স্বাদে মুগ্ধ হবে সবাই

Shrimp Kebab
চিংড়ির কাবাব | ছবি: রাইজিং কুমিল্লা

চিংড়ি মাছ একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। এটি দিয়ে নানা রকমের মজাদার খাবার তৈরি করা যায়। ছুটির দিনের নাস্তায় চিংড়ির কাবাব একটি দারুণ আইটেম। এটি তৈরি করাও খুব সহজ।

চিংড়ির কাবাব তৈরির উপকরণ:

  • চিংড়ি মাছ মাঝারি সাইজের ২ কাপ
  • পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
  • আলু সেদ্ধ ২টি
  • বুটের ডাল অথবা মসুরির ডাল- আধা কাপ
  • আদা-রসুন বাটা ১ চা চামচ করে
  • মরিচ গুঁড়া-আধা চা চামচ
  • হলুদ গুঁড়া-১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
  • জিরা গুঁড়ো আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
  • লেবুর রস -১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি- ৩/৪টি
  • লবণ স্বাদমতো
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • ময়দা অথবা চালের গুড়ো – পরিমাণমতো
  • ফেটিয়ে নেওয়া ডিম- ১টি
  • তেল

প্রণালী:

১। প্রথমে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিন। তারপরে একটি পাএ নিন। তাতে পানি দিয়ে ডাল ও একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিন। তারপর তাতে চিংড়ি মাছেরগুলো দিন।

২। এতে সকল মসলার গুঁড়া দিয়ে দিন। এবং আদা রসুন বাটা দিয়ে নাড়া দিয়ে দিন। তারপর পানি শুকিয়ে গেলে নামিয়ে দিন। এটি একটু ঠান্ডা করে তাতে সেদ্ধ আলু, পেঁয়াজ বেরেস্তা, মরচি কুচি, ধনিয়াপাতা কুচি, লেবু রস ও একটু ময়দা অথবা চালের গুড়ো দিয়ে মিশিয়ে নিন ভালোভাবে।

৩। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে গোল গোল কাবাব আকার বানিয়ে নিন। পরিবেশনের আগে প্যানে তেল দিয়ে কাবাবগুলো একটি একটি করে ফেটানো ডিমে চুবিয়ে গরম তেলে বাদামি করে ভেজে নিন। এবার পছন্দের সস দিয়ে অথবা পোলাও দিয়ে চিংড়ির কাবাব খেতে খেতে জমিয়ে নিতে পারেন আড্ডার আসর।