শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

চান্দিনায় মোবাইল কোর্টের অভিযানে ২৫০ কার্টুন ভেজাল শিশু খাদ্য ধ্বংস

চান্দিনায় মোবাইল কোর্টের অভিযানে ২৫০ কার্টুন ভেজাল শিশু খাদ্য ধ্বংস
চান্দিনায় মোবাইল কোর্টের অভিযানে ২৫০ কার্টুন ভেজাল শিশু খাদ্য ধ্বংস/ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে।

৩ জুলাই ২০২৫ তারিখে উপজেলা প্রশাসন, চান্দিনা এবং বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রগতি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান থেকে ২৫০ কার্টুন ভেজাল ও নিম্নমানের ম্যাংগো জুস ও লিচু ড্রিংস জব্দ করা হয়।

অভিযানটি চান্দিনা উপজেলার কোরপাই এলাকায় পরিচালিত হয়, যেখানে শিশুদের জন্য বিপজ্জনক এসব খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিল বলে নিশ্চিত হওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব জুস ও ড্রিংস নিকটবর্তী চান্দিনা পৌরসভা ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট) মোঃ হাফিজুর রহমান।

জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন