সোমবার ২৬ জানুয়ারি, ২০২৬

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,বিভিন্ন অনিয়মে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,বিভিন্ন অনিয়মে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,বিভিন্ন অনিয়মে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘন, অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের দায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।

অভিযানে সহযোগিতা করেন চান্দিনা থানার এসআই শামীম, ফোর্স সদস্যরা এবং আনসার বাহিনী।

এসময় বিভিন্ন আইনে তিন ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা।

ভ্রাম্যমাণ আদালত নাওতলা এলাকায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০-এর ধারা ২০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৩৭, ৩৮, ৩৯ ও ৫৩ এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৬৬ ও ৯২ এসব আইনের নানা বিধি লঙ্ঘনের প্রমাণ পায়।

এ সময় নাওতলা এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মো. শরীফুল ইসলাম, মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আবু কালাম এবং ফয়েজ আহম্মেদের আরেক ছেলে ইকরাম হোসেনের বিরুদ্ধে দায় প্রমাণিত হওয়ায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মাধাইয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে অবস্থিত আল আমিন বেকারিতে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণ না থাকা এবং উৎপাদন ব্যবস্থায় বিভিন্ন ত্রুটি চোখে পড়ে।

প্রতিষ্ঠানটির মালিক আবু বক্কর সরকারের ছেলে আল আমিন সরকারের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানায়, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগের লক্ষ্যেই এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নাগরিক নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভবিষ্যতেও আরও কঠোর তদারকি চালানো হবে বলেও জানান।

আরও পড়ুন