সোমবার ২৬ জানুয়ারি, ২০২৬

চান্দিনায় আচরণবিধি লঙ্ঘন—প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Candidate fined Tk 30,000 for violating code of conduct in Chandina
চান্দিনায় আচরণবিধি লঙ্ঘন—প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পাওয়ার পরই শোডাউন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পৌর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় এ শোডাউনের ঘটনা ঘটে।

এ ঘটনায় হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার নিয়ম থাকলেও হাতপাখা প্রতীকের প্রার্থী বুধবার বিকেলেই চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে একটি বিশাল শোডাউন বের করেন। শোডাউনটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন