সোমবার ২৭ অক্টোবর, ২০২৫

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে খেলনা পিস্তলসহ ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Army raids in Chandpur, 28 domestic weapons, including toy pistols, recovered
চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে খেলনা পিস্তলসহ ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার/ছবি: সংগৃহীত

চাঁদপুরে পুরানবাজার এলাকায় সেনাবাহিনীর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে পুরানবাজার কলেজের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ২৮টি দেশীয় অস্ত্র এবং একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. মোহাম্মদ জাবিদ হাসান সময় সংবাদকে জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে: একটি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, ৩টি ছোট ছুরি ও ৮টি রামদা

লে. জাবিদ হাসান আরও জানান, “পুরানবাজারের কতিপয় কিশোর গ্যাং এসব অস্ত্রশস্ত্র মজুদ করে রেখেছিল। সুযোগ বুঝে তারা প্রতিপক্ষের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল। তবে তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।”

এই ঘটনায় সোমবার সকাল ৯টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক করতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে চাঁদপুরে সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন