ফেব্রুয়ারি ২, ২০২৫

রবিবার ২ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

Former president of District Volunteer League arrested in Chandpur
ছবি: সংগৃহীত

নাশকতায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারী থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

এস.এম. জয়নাল আবেদীন শহরের আদালত পাড়ার বাসিন্দা এবং তিনি মেট্রো বেকারী নামে খাবার তৈরী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য রয়েছে। আজ আইনী প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।