দেশজুড়ে ঝরছে বৃষ্টি। আগামী তিনদিন দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি মাথায় নিয়েই আজ (৩০ জুন) থেকে শুরু হল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট বোর্ডে পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে না।
অভিভাবকরা বলছেন, সব ধরনের বোর্ড পরীক্ষার প্রথম দিনেই রাজধানীতে যানজট তৈরি হয়। এর মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিতে পরিস্থিতি অসহনীয় পর্যায়ে চলে যায়। সকালে ভারি বৃষ্টি হলে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, মহামারি করোনা শিক্ষা ক্যালেন্ডার তছনছ করেছে। আর তাতেই পাবলিক পরীক্ষা বন্যা আর বৃষ্টির কবলে। দীর্ঘ সময় এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রতি বছর এপ্রিল মাসে শুরু হতো। কিন্তু করোনার কারণে তা পরিবর্তিত হয়ে গেছে। তবে এখন পরীক্ষার সূচি ধীরে ধীরে এগিয়ে আনা হচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, আগে এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু করা হলেও করোনার কারণে ঠিক সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে। আগামী বছর থেকে এপ্রিলেই এই পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সাত লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র দুই হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি। কিন্তু সিলেটে বন্যার কারণে ৮২ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী কম অংশ নিচ্ছে।
সিলেট শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিলেটে ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা পেছানোয় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এই চার বিষয়ের পরীক্ষা পরে অনুষ্ঠিত হবে। তবে ৯ জুলাই থেকে যথারীতি সব বোর্ডের সূচি অনুযায়ী পরীক্ষা হবে।