শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ

রাইজিং ডেস্ক

Protest rally in Comilla against decision to hand over control of Chittagong Port to foreign company
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশী কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন।

গতকাল বুধবার বিকাল ৪টায় কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথের সভাপতিত্বে জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা পরিমল চন্দ্র শীল, ক্ষেতমজুর নেতা ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা পরেশ কর তাছাড়া সংহতি জানিয়ে ছিলেন কৃষক নেতা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা বিকাশ দেব।

সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, ছাত্রনেতা দীপ্ত দেবনাথ অপূর্ব বলেন, দেশের স্বার্থবিরোধী কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে।

ছাত্রনেতা অপূর্ব তার বক্তব্যে উল্লেখ করেন, সরকার চট্টগ্রাম বন্দরের তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনাল দীর্ঘ ৩০ বছরের জন্য বিদেশী অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তিনি অভিযোগ করেন, জনগণকে ঘুমন্ত রেখে সরকার এসব সিদ্ধান্ত নিতে চাইছে, কিন্তু জনগণ এসব মেনে নেবে না, এবং ছাত্র ইউনিয়নও তা হতে দেবে না।

ইতিহাস টেনে দীপ্ত দেবনাথ অপূর্ব স্মরণ করিয়ে দেন, ২০০২ সালেও সরকার এই বন্দরকে বিদেশীদের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে ঐতিহাসিক লং মার্চ করেছিল। যার ফলশ্রুতিতে সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়।

তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, “আমরা আবারও রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবো অপরাপর ক্রিয়াশীল ও প্রগতিশীল ছাত্র ও গণ সংগঠনকে সাথে নিয়ে। এখতিয়ার বহির্ভূত কিছু করতে চাইলে আমরা রাজপথে দাঁতভাঙ্গা জবাব দিতে বাধ্য হবো।”

ছাত্রনেতা অপূর্ব আরও বলেন, দেশের ভূ-রাজনৈতিক অবস্থা ও অস্থিরতা তৈরি করতেই চট্টগ্রাম বন্দর নিয়ে এরকম দেশের স্বার্থবিরোধী কার্যক্রম চলছে, যা কোনোভাবেই জনগণ মানবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জাবেদ মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক প্রথমা হাসান মমো, হাবিব উল্লাহ, রিফাত, আল-আমিন, রবিউল প্রমুখ।

আরও পড়ুন